বিনোদন ডেস্ক:
পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডার বিয়ের আলাপ এখন সবার মুখে মুখে। বিয়ের আগে তাদের অমৃতসরের স্বর্ণ মন্দির ভ্রমণকে তারা ‘বিশেষ’ বলে আখ্যা দিলেন। আর মন্দির ভ্রমণের সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।
১৩ মে দিল্লির কাপুরথালা হাউসে বাগদান সারেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। আশা করা হচ্ছে, তারা অক্টোবরে বিয়ে করবেন।
এরই মধ্যে অমৃতসরের স্বর্ণ মন্দির পরিদর্শনে যান এ প্রেমিক যুগল। আর সেখানকার কিছু ছবিই নজর কেড়েছে নেটিজেনদের। সম্প্রতি পরিণীতি চোপড়া এবং এএপি সাংসদ রাঘব চাড্ডার ছবি আর তাদের সুন্দর পশ্চার মনোযোগ কেড়েছে সোশ্যাল মিডিয়ায়।
এ প্রেমিক যুগল শ্রী হরমন্দির সাহেবে প্রণাম করেন। পরিদর্শনের পরে, দুজনই ইনস্টাগ্রামে পোস্ট করে মন্দিরের ছবিগুলিকে ‘বিশেষ’ বলে আখ্যায়িত করেছেন। ক্যামেরার দিকে তাদের পিঠ দেখানো ছবিতে দেখা যাচ্ছে, দুজন ভোরবেলা প্রার্থনা করছেন।
ইশাকজাদে অভিনেত্রী ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমার এই সফর আরও বিশেষ ছিল; আমার পাশে তাকে পেয়ে।’
অন্যদিকে, রাঘবও ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘পবিত্র স্তব এবং নির্মলতার মধ্যে, আমি চোখ বন্ধ করেছি, মাথা নত করেছি এবং একটু প্রার্থনা করেছি। আমার পাশে পরিণীতির সঙ্গে, এটি আরও বেশি বিশেষ ছিল। আজ অমৃতসরের সচখন্ড শ্রী হরমন্দির সাহেব থেকে আশীর্বাদ পেয়ে ধন্য।’
জানা গেছে, পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা এখন তাদের বিয়ের ভেন্যু নিয়ে ভাবছেন। পরিণীতি চোপড়া ২৭ মে উদয়পুরের দ্য লীলা হোটেলে পৌঁছান। ইন্ডিয়া টুডে’র সূত্র অনুসারে, লেক সিটিতে পৌঁছানোর পর পরিণীতি সোজা হোটেলের উদ্দেশে রওনা দেন। বিয়ের জন্য উদয়পুরের দ্য ওবেরয় উদয়ভিলাসও পরিদর্শন করেছিলেন অভিনেত্রী। অক্টোবরে দুজনের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে।