হোম খেলাধুলা দ্বিতীয় মিনিটের গোল মিসে অতিরিক্ত সময়ে গড়ালো খেলা

খেলাধূলা ডেস্ক:

ম্যাচের দ্বিতীয় মিনিটে মুরসালিনের অমার্জনীয় মিসটাই হয়ত এখন পোড়াচ্ছে বাংলাদেশ। রাকিবের ক্রস থেকে গোলরক্ষক একা পেয়েও ব্যর্থ না হলে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় যে কুয়েতকে পেছনে ফেলে নিশ্চিত হতো স্বপ্নের ফাইনাল। শেষ পর্যন্ত দুই দলই নির্ধারিত সময়ে গোল করতে ব্যর্থ হওয়ায় খেলা গড়ালো অতিরিক্ত সময়ে।

শনিবার (১ জুলাই) বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য সমতায় শেষ হয়েছে। ফলে খেলা গড়িয়েছে অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়েও যদি খেলা সমতায় শেষ হয় তবে ম্যাচ গড়াবে টাইব্রেকারে।

বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের সহজ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ডানপ্রান্ত থেকে দারুণ ক্রস দিয়েছিলেন রাকিব হোসেন। ফাঁকায় দাঁড়িয়ে থাকা আগের দুই ম্যাচের নায়ক মুরসালিন যথেষ্ট সময় পেলেও শট নেন গোলরক্ষকের গা বরাবর। ফলে সহজেই তাকে ঠেকিয়ে দেন কুয়েতের গোলরক্ষক।

প্রথম দফায় মোরসালিনের শট প্রতিপক্ষ গোলরক্ষকের হাতে লাগে। ফিরতি বলও পেয়ে যান এই স্ট্রাইকার। কিন্তু প্রতিপক্ষ ডিফেন্ডারদের বাধা পেরিয়ে দ্রুত শট নিতে হতো তাকে। সেটা ঠিকমতো নিতে না পারা তার শটটি গোলবারের অনেক বাইরে দিয়ে চলে যায়।

প্রথমার্ধের বাকি সময়ে অবশ্য খেলা নিয়ন্ত্রন করে কুয়েত। গোলের সুযোগও পেয়েছিল তারা। কিন্তু গোললাইন থেকে দারুণ সেভ করেন ইসা ফয়সাল। কুয়েতের আল রশিদির শট বাংলাদেশ গোলকিপার আনিসুর রহমান দারুণভাবে আটকেছেন। ফিরতি বল ক্লিয়ার করেন ইসা ফয়সাল। প্রথমার্ধের শেষ দিকে আরেকবার বাংলাদেশকে বাঁচিয়েছেন আনিসুর।। প্রথমার্ধে দুবার কুয়েতের সামনে বাধা হয়ে দাঁড়ান বাংলাদেশের গোলকিপার।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের ত্রাতার ভূমিকায় বারবার অবতীর্ণ হয়েছেন গোলরক্ষক জিকো। কুয়েতের একের পর এক আক্রমণ দারুণভাবে ফিরিয়েছেন তিনি। এই অর্ধেও রক্ষণভাগ সামলে থেকে থেকে আক্রমণে উঠেছে বাংলাদেশ। তেমনই একটি আক্রমণে অল্পের জন্য গোল পাওয়া হয়নি লাল জার্সিধারিদের।

৬০ মিনিটে ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠার পর ক্রস বাড়িয়েছিলেন রাকিব। কিন্তু সেই ক্রস বাক খেয়ে গোলে প্রায় ঢুকেই গিয়েছিল। অল্পের জন্য ওপরের বারে বাধা পেয়ে বল বাইরে চলে যায়। ফলে হতাশায় ডুবতে হয় ক্যাবরেরার শিষ্যদের।

৬৭ মিনিটে স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়া অধিনায়ক জামালের জায়গায় আসেন ফয়সাল আহমেদ ফাহিম। ফয়সালের ক্রস থেকে হেডটা ঠিকঠাক করতে পারেনি রাকিব।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন