হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় উত্তরণের পক্ষে স্বাস্থ্য ও চিকিৎসা সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প

আশাশুনিতে ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় উত্তরণের পক্ষে স্বাস্থ্য ও চিকিৎসা সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প

কর্তৃক
০ মন্তব্য 114 ভিউজ
আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে ঘূর্ণিঝড় মোকাবেলায় উত্তরণের পক্ষে স্বাস্থ্য চিকিৎসা সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আশাশুনি সদর ইউনিয়নের ধান্যহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উত্তরণের পরিচালনায় এবং স্টার্ট ফান্ড ও ইউকেএইড এর সহযোগিতায় প্রসূতি,দুগ্ধদানকারী মা ও কিশোরীদের স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ করা হয়। মেডিকেল ক্যাম্পে ২০ জন প্রসূতি ৩২ জন দুগ্ধদানকারী মা ও ১৩ জন কিশোরী সহ সর্বমোট ৬৫ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার ও আবাসিক চিকিৎসক ডাঃ দীপন কুমার বিশ্বাস। এসময় উত্তরের উপজেলা কো-অর্ডিনেটর তীর্থ কুমার স্বেচ্ছাসেবক আল আমিন সুমন নাগ মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন