বাণিজ্য ডেস্ক:
খুলনার জোড়াগেট পশুর হাটে চলতি বছর হাসিল আদায়ের মাধ্যমে ২ কোটি ২১ লাখ টাকা আদায় করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।
বৃহস্পতিবার (২৯ জুন) কেসিসি কোরবানির পশুর হাটের সুপারভাইজার নুরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, খুলনার জোড়াগেট পশুর হাটে সাত দিনে ৬ হাজার ২০টি পশু বিক্রি হয়েছে। এ থেকে হাসিল আদায়ের মাধ্যমে খুলনা সিটি করপোরেশনের আয় হয়েছে ২ কোটি ২১ লাখ ৪ হাজার ৯৬২ টাকা। তবে ২০২২ সালের চেয়ে এ বছর ৭৪০টি পশু বিক্রি কম হয়েছে। আর হাসিল আদায় কমেছে প্রায় সাড়ে ৪ লাখ টাকা।
নুরুজ্জামান তালুকদার আরও জানান, হাটে বেচাকেনা শেষ দুই দিনেই বেশি থাকে। তবে এ বছর শেষ দুই দিনে বৃষ্টি হয়েছে। ফলে পশু বেচা-কেনায় সমস্যা হয়ছে।
এছাড়া বৃষ্টির কারণে হাটে আসা লোকজন হাসিল আদায় কেন্দ্রে অবস্থান নেয়ায় জটলার সৃষ্টি হয়েছে বলেও জানান নুরুজ্জামান। তিনি বলেন,
বৃষ্টি না হলে এবার কেসিসি কোরবানির পশুর হাটে বিক্রি ও হাসিল আদায় গতবারের তুলনায় বেশি হত।
খুলনার সবচেয়ে বড় কোরবানির এ পশু বিক্রির হাটে গত বছর হাসিল আদায় হয়েছিল ২ কোটি ২৫ লাখ ৬০ হাজার ৭৪৫ টাকা। আর পশু বিক্রি হয়েছিল ৬ হাজার ৭৬০টি।