হোম জাতীয় পদ্মায় আরও এক মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জেরে পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৮ জুন) বিকেল ৪টার দিকে সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের হড়মা ঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। মৃত কিশোর চরদেবীনগর এলাকার সুমন আলীর ছেলে শামীম হোসেন ওরফে পাখি (১৩)।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার (২৭ জুন) দুপুর তিনটার দিকে নৌকাডুবিতে নিখোঁজের পর আজ (বুধবার) বিকেলে নদীতে মরদেহ ভাসতে দেখা যায়। পরে নৌকায় করে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা সুমন আলী জানান, এখনও দুইজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধার করতে অভিযান অব্যাহত রেখেছে ডুবুরি দল।

দেবিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, বুধবার নৌকাডুবির পর ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দূরে নদীতে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়েছে। সন্ধ্যার পর স্বজনরা মরদেহ দাফন করবেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশন আলী জানান, নিখোঁজ থাকা তিনজনের মধ্যে আজকে বিকেলে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুইজনকে উদ্ধার করতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) দুপুর তিনটার দিকে পদ্মার চর থেকে চীনা কেটে ফেরার পথে সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের রানীনগর টিকরপাড়া বালুগ্রাম এলাকায় ঝড়ের কবলে পড়ে এই নৌকাডুবির ঘটনা ঘটে। এসময় একজনের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ থাকে তিনজন।

ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের ছয়রশিয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে নেজাম উদ্দিন (৫৭), একই এলাকার মৃত সোহরাবের ছেলে আব্দুর রহমান (৫২)।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন