জাতীয় ডেস্ক:
নিত্যপণ্যের অস্বাভাবিক দামে মানুষ স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারছে না। এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
বুধবার (২৮ জুন) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, দেশবাসী সরকারের ব্যবসায়ী সিন্ডিকেটদের কাছে জিম্মি হয়ে পড়েছে। খোদ বাণিজ্যমন্ত্রী সিন্ডিকেটের পক্ষ নিয়েছেন। লুটপাটের সিন্ডিকেটকে আড়াল করতে সরকার যুদ্ধের অজুহাত দিচ্ছে। অর্থনৈতিক অসচ্ছলতার কারণে হাটে গরু কম বিক্রি হচ্ছে বলে দাবি করেন তিনি।
