জাতীয় ডেস্ক:
ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম ছয় দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ জুন) আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, কোরবানির ঈদ উপলক্ষে মঙ্গলবার (২৭ জুন) থেকে রোববার (২ জুলাই) পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
ছুটি শেষে আগামী ৩ জুলাই থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম যথারীতি শুরু হবে।
আর আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ পরিদর্শক হাসান আহমেদ ভূঁইয়া জানান, বন্দর বন্ধ থাকাকালীন দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
