হোম ফিচার বিএনপি-জামায়াত সব ভোলে, কিন্তু শয়তানি ভোলে না: আইনমন্ত্রী

রাজনীতি ডেস্ক:

বাংলাদেশের মাটিতে আর তত্ত্বাবধায়ক সরকার আসবে না। এটি সাংবিধানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে কসবা উপজেলার চারগাছ এনআই ভূঞা কলেজ প্রাঙ্গণে মূলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত বিশেষ বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের অধীনেই চলতি বছরের শেষ অথবা আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে কোনো সন্দেহ নেই। তিনি দলীয় নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।

দেশের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে মন্ত্রী বলেন, শেখ হাসিনার আমলে যে উন্নয়ন হয়েছে তা গত ৫০ বছরেও হয়নি। শেখ হাসিনা কেবল বাংলাদেশে উন্নয়ন করেননি। শেখ হাসিনা বাংলাদেশকে নিজের পায়ে দাঁড় করাতে শিখিয়েছে। কারণ বাংলাদেশের জনগণ চায় বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক। জনগণ চায় না বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হোক। তবে বিএনপি-জামায়াত এবং তাদের অনুসারীরা চায়। বিএনপি-জামায়াত সবকিছু ভোলে কিন্তু শয়তানি ভোলে না। তিনি জনগণকে মিথ্যাবাদী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মাঠে থাকার আহ্বান জানান।

বিদেশিদের ষড়যন্ত্র প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশের পদ্মা সেতু তৈরি করার সময় ষড়যন্ত্র হয়েছিল। সে সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছিলেন আমরা নিজের অর্থেই পদ্মা সেতু করব। তিনি সেটি করিয়ে দেখিয়েছেন প্রমাণ করেছেন বাঙালিকে কেউ দাবিয়ে রাখতে পারে না, পারবে না। আওয়ামী লীগের একটি নেতাকর্মী বেঁচে থাকতে বাংলাদেশকে কেউ বিক্রি করতে পারবে না।

দেশকে বাঁচানোর জন্যে জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চাওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্দোলনের নামে বাংলাদেশের শান্তি যদি কেউ প্রতিহত করতে চায়, তাহলে আমরা সেটা প্রতিহত করব। আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে ঘরের ঢোকানো যাবে না। আমরাও রাস্তায় থাকব।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহ্ আলমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল কাউছার ভূঁইয়া জীবন, কসবা পৌর সভার মেয়র এমজি হাক্কানী প্রমুখ উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন