হোম অন্যান্যস্বাস্থ্য করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১১০

স্বাস্থ্য ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ের মধ্যে কোনো মৃত্যুর তথ্য নেই। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪২ হাজার ৩৬২ জনে।

সোমবার (২৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো মৃত্যু নেই। আর এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৬১।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ আট হাজার ৩৪৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন