খেলাধূলা ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৭৫ রানের লক্ষ্যে জয় পাবে নেদারল্যান্ডস, ম্যাচের বিরতির সময় এটা ভাবাও কিছুটা অস্বাভাবিকই ছিল। এই অসম্ভব কাজটাই করে ফেলেছে ডাচরা। অবশ্য সেক্ষেত্রে সুপার ওভার খেলে জয় ছিনিয়ে নিতে হয়েছে স্কট অ্যাডওয়ার্ডসের দলকে।
সোমবার (২৬ জুন) ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এক ম্যাচ উপহার দিয়েছে নেদারল্যান্ডস। ওয়েস্ট করা ৩৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে কাটায় কাটায় ৩৭৪-এ থামে ডাচরা। ফলে খেলা গড়ায় সুপার ওভারে। সেখানেও চমক ডাচদের।
জেসন হোল্ডারের করা সুপার ওভারে ৩০ রান নেন ডাচ বোলিং অলরাউন্ডার লোগান ভ্যান বিক। ৩ ছক্কা আর তিন চার খেয়ে যেন কোনো ভাষা খুঁজে পাচ্ছিলেন ক্যারিবীয় তারকা অলরাউন্ডার। বোলিংয়েও এলেন ভ্যান বিক। প্রথম বলে ছয় খেলেও দিলেন মাত্র আট রান, নিলেন দুই উইকেটও। তাতে সুপার ওভারে ২২ রানে জিতল স্কট অ্যাডওয়ার্ডসের নেদারল্যান্ডস।