জাতীয় ডেস্ক:
পটুয়াখালীর কলাপাড়ায় বৃষ্টিতে ভিজে দখলকৃত সরকারি খালের বাঁধ অপসারণ করলেন ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন।
সোমবার (২৬ জুন) সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের এলেমপুর গ্রামে দখলকৃত চারটি বাঁধ কেটে জনসাধারণের জন্য দেড় কিলোমিটার খাল উন্মুক্ত করে দেন তিনি।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ ও পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, এলেমপুরের ধুলাহার খালে প্রায় দেড় কিলোমিটার জায়গায় অন্তত চারটি বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছিল প্রভাবশালী ব্যক্তিরা। এতে বর্ষা মৌসুমে কৃষি জমির পানি নিষ্কাশনে বেশ ভোগান্তিতে ছিলেন চাষিরা। কৃষকদের অভিযোগের ভিত্তিতে এই বাঁধ অপসারণ করা হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সরকারি খাল দখল করে পুকুর বানিয়ে মাছ চাষ করছিলেন দখলদাররা। এতে করে কৃষকরা চরম ভোগান্তি পোহাচ্ছিলেন। সোমবার বৃষ্টির মধ্যেই অবৈধভাবে নির্মিত বাঁধগুলো দ্রুত অপসারণ করা হয়েছে। যাতে জলাবদ্ধতার সৃষ্টি না হয়। তবে এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
