হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরা পাটকেলঘাটায় পৃথক সড়ক দূর্ঘটনায় আহত-৩

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা খুলনা মহাসড়কে পাটকেলঘাটায় মাত্র দেড় ঘন্টার ব্যাবধানে পৃথক পৃথক দূর্ঘটনায় ৩জন আহত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় ও ১টার দিকে কুমিরা বাসস্ট্যান্ড ও কদমতলায় দুর্ঘটনাগুলো ঘটে। আহতরা হলেন, সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সংগীত পরিচালক রোজ বাবু ও প্রাইভেট কার চালক মোহাজ্জেম হোসেন, আহত অন্য একজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

এদিকে খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। আহতরা সকলে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে একটি প্রাইভেট কার যোগে সাতক্ষীরা থেকে খুলনার দিকে যাচ্ছিলেন রোজ বাবু। পথিমথ্যে কুমিরা বাসস্ট্যান্ড এলাকায় আসলে খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাকের সাথে মুখেমুখি সংঘর্ষ হয় এতে রোজবাবু ও চালক আহত হয়।

এদিকে বেলা ১টার দিকে মহাসড়কের কদমতলায় খুলনাগামী একটি প্রাইভেট কারের সাথে ঢাকা থেকে সাতক্ষীরা গামী ইমাদ পরিবহনের সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের ভিতরে থাকা এক যাত্রী গুরত্বর আহত হয়। পরে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায়।

চুকনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি)শওকাত হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।দূর্ঘটনাট কবলিত যানবাহন গুলো পুলিশ হেপাজতে নেওয়া হয়েছে।এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন