হোম আন্তর্জাতিক টাইটান বিধ্বস্তের ঘটনায় তদন্তের দাবি নিহত হার্ডিংয়ের স্বজনের

আন্তর্জাতিক ডেস্ক:

টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে সাবমেরিন টাইটান বিধ্বস্তে নিহত হামিশ হার্ডিংয়ের স্বজনরা এ দুর্ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। হার্ডিং এ দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে একজন ছিলেন। খবর বিবিসির।

হার্ডিং একজন ব্রিটিশ ব্যবসায়ী ও অভিযাত্রিক। তিনি অ্যাকশন অ্যাভিয়েশনের মালিক। তার দখলে একাধিক গিনেজ বিশ্বরেকর্ড রয়েছে। এরমধ্যে রয়েছে এক ডুবে সমুদ্রের সবচেয়ে গভীর অংশে দীর্ঘ সময় অবস্থান করার রেকর্ড।

স্থানীয় সময় শুক্রবার (২৩ জুন) বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে হার্ডিংয়ের আত্মীয় লুসি ম্যানিং ও লুসি কসনেট প্রশ্ন তুলেছেন, ‘এই দুর্ঘটনার আগে কী কী নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয় তার পুরোপুরি তদন্ত হওয়া উচিত। কেন এমনটি ঘটেছে, কী ভুল হয়েছে এবং কেন তারা বাঁচতে পারেননি?’

তিনি আরও বলেন, ‘শনিবার (২৪ জুন) হার্ডিংয়ের জন্মদিন। তার বয়স হত ৫৯ বছর। জন্মদিনে আমি তাকে বার্তা পাঠাতাম বা জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফোন দিতাম।’

কসনেট বলেন, গত কয়েকদিন ধরে যখন নিখোঁজ সাবমেরিনটি খোঁজা হচ্ছিল তখন উদ্ধারকর্মীরা সাগরের তলদেশ থেকে শব্দ পাওয়ার কথা জানিয়েছেন। শব্দ পাওয়ার খবর জানতে পেরে খুব আশাবাদী হয়েছিলাম। ভেবেছিলাম হয়ত এটি টাইটান থেকে আসছে। কিন্তু বৃহস্পতিবার (২২ জুন) সবচেয়ে খারাপ কথাই শুনতে হয়েছে। জানতে পারলাম তিনি বেঁচে নেই, তারা সবাই মারা গেছেন।

রোববার (১৮ জুন) টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে পাঁচ আরোহীসহ হারিয়ে যায় সাবমেরিন ‘টাইটান’। যাত্রা শুরুর ১ ঘণ্টা ৪৫ মিনিট পরই পানির ওপরে থাকা মূল জাহাজের সঙ্গে ডুবোযানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বৃহস্পতিবার মার্কিন কোস্টগার্ড জানায়, সাবমেরিনটি বিধ্বস্ত হয়েছে এবং পাঁচ আরোহী মারা গেছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন