আন্তর্জাতিক ডেস্ক:
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা চলতি বছরও বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের খেতাব পেয়েছে, আর তলানিতে রয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক। গত বছরও ভিয়েনা তালিকার শীর্ষে ছিল। খবর সিএনএনের।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২২ জুন) ইকোনমিক ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ) বাসযোগ্যতার ভিত্তিতে ১৭৩টি শহরের যে তালিকা প্রকাশ করেছে, তাতে ভিয়েনা সবার ওপরে স্থান করে নিয়েছে।
ব্রিটিশ সাপ্তাহিক দ্য ইকোনমিস্টের সহযোগী প্রতিষ্ঠান ইআইইউ এ তালিকা প্রকাশ করে থাকে। স্বাস্থ্যসেবা, শিক্ষা, স্থিতিশীলতা, অবকাঠামো ও পরিবেশসহ বেশকিছু সূচকের ওপর ভিত্তি করে এ তালিকা করা হয়।
গত কয়েক বছর তাদের এ তালিকায় অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিকে বেশ পিছিয়ে পড়তে দেখা গেলেও এবারের তালিকায় শহরদুটি তৃতীয় ও চতুর্থ স্থানে ফিরেছে। তাদের ওপরই আছে ডেনমার্কের কোপেনহেগেন।
তালিকার শীর্ষ দশে কানাডার তিনটি শহর জায়গা করে নিয়েছে: ক্যালগেরি, ভ্যাঙ্কুবার ও টরন্টো। সুইজারল্যান্ডের আছে দুটি। ছয়ে জুরিখ আর সাতে ক্যালগেরির সঙ্গী জেনেভা।
তালিকার একদম তলায় আছে দামেস্ক, সিরিয়ার এ রাজধানী শহরটি এক দশকেরও বেশি সময় ধরে এই স্থান ধরে রেখেছে। তাদের কাছাকাছি আছে ইউক্রেনের রাজধানী কিয়েভ।