হোম জাতীয় নারীরা ঘরও সামলান, চাকরিও করেন: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক:

নারীরা শিক্ষা ও কর্মক্ষেত্রে এগিয়ে গেছে এবং তারা পুরুষের চেয়ে বেশি কাজ করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২১ জুন) দুপুরে গণভবনে সুইজারল্যান্ড ও কাতার সফর শেষে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনে নারীদের কাজ ও আশ্রয়ণ প্রকল্পের বাড়ি নারীদের নামে দেয়ার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমানে আমাদের ৪৫ শতাংশের বেশি নারী কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করছেন। গ্রামের নারীরাও বিভিন্ন কাজে সময় দিচ্ছেন। নারীরা সংসারেও শ্রম দিচ্ছেন। এটাকে গণ্য করলে নারীরা পিছিয়ে নেই। এতে দেখা যায় নারীরা বেশি কাজ করেন। ঘরও সামলান, চাকরিও করেন। বিভিন্ন কাজও করে যাচ্ছেন। যেক্ষেত্রে পুরুষরা কিন্তু পিছিয়ে রয়েছেন।’

শিক্ষাক্ষেত্রেও নারীরা এগিয়ে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‌ শিক্ষাক্ষেত্রে এখন নারীদের সংখ্যা বেশি। এক্ষেত্রে আমরা যেসব সুযোগ-সুবিধা করে দিয়েছি এতে নারীরা এগিয়ে গেছেন। তারা ভালো রেজাল্ট করছেন, বিভিন্ন বৃত্তির ক্ষেত্রেও তারা বেশি পাচ্ছে।

আশ্রয়ণের ঘর নারীদের নামে দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন ঘর পেয়ে কেউ নতুন বউ নিয়ে আসতে পারেন। এ অবস্থায় নারীদের আশ্রয় নিশ্চিত করতে তাদের নামে ঘর দেয়া হয়েছে। কেউ নতুন বিয়ে করতে চাইলে নতুন বউয়ের ঘরে গিয়ে উঠবেন, এসব ভেবেই ঘর নারীর নামে দেয়া হয়েছে।’

নারীদের কর্মসংস্থানের জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, নারীদের ব্যবাসার মূলধনসহ অর্থনিতক সহায়তার জন্য এসএমই ফাউন্ডেশন থেকে বিশেষ সুবিধা শুধু নারী উদ্যোক্তাদের জন্য দেয়া হয়েছে। ১০০ অর্থনৈতিক অঞ্চলেও নারীদের জন্য প্লট নির্দিষ্ট করে দেয়া হয়েছে। কাজেই নারীে উদ্যোক্তারা এ বিশেষ সুবিধা নিতে পারেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন