হোম খেলাধুলা কোমা থেকে ফিরলেন পিএসজির গোলরক্ষক

খেলাধূলা ডেস্ক:

মাথায় মারাত্মক আঘাত পেয়ে জীবন-ঝুঁকিতে থাকা পিএসজির গোলরক্ষক সের্হিও রিকো কোমা থেকে ফিরেছেন। তিনি সেরে উঠছেন বলে জানিয়েছেন তার স্ত্রী আলবা সিলভা।

গত মাসে স্পেনে একটি ঘোড়দৌড়ে অংশ নিয়ে বড় দুর্ঘটনার শিকার হয়েছিলেন রিকো। প্রতিযোগিতা চলাকালীন উল্টো দিক থেকে আসা একটি ঘোড়ার সঙ্গে ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পড়ে যান এবং মাথায় আঘাত পান। এরপর তাকে হেলিকপ্টারে সেভিয়ার ভার্জেন দেল রোসিও হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তখন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা চালিয়ে যান। এরপর কোমায় চলে যান তিনি। তাতে ২৯ বছর বয়সী এ স্প্যানিশ গোলরক্ষকের স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা।

তবে সোমবার (১৯ জুন) গণমাধ্যমের মুখোমুখি হয়ে আশার কথা শুনিয়েছেন তার স্ত্রী আলবা সিলভা। কোমা থেকে রিকো ফিরেছেন জানিয়ে তিনি বলেন, ‘আমি প্রথম থেকেই জানতাম, সে এটা কাটিয়ে উঠবে। কারণ, সে একজন চ্যাম্পিয়ন… এরই মধ্যে আমরা ভালো কিছু দেখছি।’

২০২০ সালে যোগ দেয়ার পর থেকে পিএসজির হয়ে এখন পর্যন্ত ২৪টি ম্যাচ খেলেছেন রিকো। মাঝে মায়োর্কার হয়ে লোনে খেলেছেন ১৫ ম্যাচ। স্পেন জাতীয় দলের হয়েও খেলেছেন এক ম্যাচ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন