জাতীয় ডেস্ক:
যশোরে ২ হাজার ৪০০ টাকার জন্য আলামিন হোসেন নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধুর বিরুদ্ধে।
রোববার (১৮ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ওই যুবক মারা যান। এ ঘটনায় বন্ধু ইমরানকে আটক করেছে পুলিশ।
এর আগে শনিবার দিবাগত রাত ১টার দিকে ঝিকরগাছা উপজেলার শিওরদাহ গ্রামে নিজ বাড়ির পাশেই আলামিনকে রড দিয়ে পিটিয়ে জখম করা হয়।
নিহত আলামিনের পৈতৃক বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জে। তিনি ছোটবেলা থেকেই যশোরের ঝিকরগাছা উপজেলার বাউশা গ্রামে নানাবাড়িতে বসবাস করতেন। বিয়ের পর শিওরদাহ গ্রামে শ্বশুরবাড়িতে এসে থাকা শুরু করেন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, দিনমজুর আলামিন যশোরের ঝিকরগাছা উপজেলার শিওরদাহ গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। নেশাগ্রস্ত হওয়ায় প্রায়ই বিভিন্ন মানুষের কাছ থেকে ধারদেনাও করেছিলেন তিনি। আলামিন বন্ধু ইমরানের কাছ থেকেও এক মাস আগে ২ হাজার ৪০০ টাকা ধার নেন। ওই টাকা ফেরত না দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন।
শনিবার রাতে আলামিনের পিছু নেন ইমরান। তার বাড়ির পেছনে নির্মাণাধীন একটি দোতলা বাড়ির ছাদে ওঠে গাঁজা সেবন করার সময় ইমরান গিয়ে তার কাছে পাওনা টাকা ফেরত চান। একপর্যায়ে টাকা ফেরত দেবেন না বলে তাকে মারতে গেলে ইমরান ছাদের ওপর থেকে একটি রড নিয়ে আলামিনকে পিটিয়ে জখম করে চলে যান।
রোববার (১৮ জুন) সকালে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থেকে সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, খবর পেয়েই পুলিশ অভিযান চালিয়ে ইমরানকে তার বাড়ি থেকে আটক করেছে। এ ছাড়া তার দেয়া তথ্যমতে হত্যায় ব্যবহৃত রডটিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।