হোম খেলাধুলা ‘সোনালি স্টাম্প’ পেলেন মুমিনুল

খেলাধূলা ডেস্ক:

একবিংশ শতাব্দীতে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় জয় বাংলাদেশের দখলে। আফগানিস্তানের বিপক্ষে ৫৪৬ রানের এই জয় ক্রিকেটভক্তদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। ম্যাচটিতে ব্যাট হাতে ও ফিল্ডিংয়ে অসাধারণ ভূমিকা পালন করেছেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তার পুরস্কারও পেয়েছেন তিনি।

শনিবার (১৭ জুন) বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, গোল্ডেন স্টাম্প পুরস্কার পেয়েছেন মুমিনুল। সে সময় দলের সবাই উপস্থিত ছিলেন এবং করতালি দিয়ে তারা মুমিনুলকে স্বাগত জানান।

আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন নাজমুল হোসেন শান্ত ও সাবেক অধিনায়ক মুমিনুল। যেখানে প্রথম ইনিংসে ১৫ রান করে আউট হলেও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়েছেন মুমিনুল। খেলেছেন ১২১ রানের দুর্দান্ত এক ইনিংস। আর ফিল্ডিংয়ের সময়ে কঠিন এক ক্যাচও তালুবন্দি করেন মুমিনুল।

সাবেক এই অধিনায়কের এমন পারফরম্যান্সের পর পুরস্কার দেন টাইগারদের ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট। পুরস্কার হিসেবে সোনালি রঙের একটি স্টাম্প মুমিনুলের হাতে তুলে দেয়া হয়। আর সেটি নিয়ে আনন্দ উদ্‌যাপন করেন তিনি।

আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে প্রথম ও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন শান্ত। আর বল হাতে প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছেন এবাদত হোসেন এবং দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন