জাতীয় ডেস্ক:
ময়মনসিংহের ভালুকায় চলন্ত বাস থেকে লাফিয়ে নেমে ধর্ষণের ঘটনা থেকে রক্ষা পেয়েছেন এক নারী। ওই নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৬ জুন) রাত ১১ টার দিকে ভালুকা সীডস্টোর এলাকায় এ ঘটনা ঘটে।
বাস থেকে রাস্তায় লাফিয়ে নেমে আহত ওই নারীকে স্থানীয়রা উদ্ধার করে ভালুকা সীডস্টোর একটি ক্লিনিকে ভর্তি করেছেন। অবস্থার অবনতি হলে শনিবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, শুক্রবার রাতে রিদিশা ফ্যাক্টরির গার্মেন্টসকর্মী ও দুই সন্তানের জননী ওই নারী মাওনা থেকে বাসে করে ভালুকা ফিরছিলেন। পথে ভালুকা সীডস্টোর এলাকায় অন্য যাত্রীরা নেমে গেলে, তাকে একা পেয়ে বাসের চালক, হেলপার ধর্ষণের চেষ্টা চালায়। সে রাজী না হওয়ায় তাকে মারধর করে। পরে তিনি বাস থেকে লাফ দেন। এ ঘটনায় বাসটি জব্দসহ চালক, হেলপারসহ তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি রোগীকে দেখেছেন তিনি। ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। তিনজনকেই গ্রেফতার করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে ভালুকা থানায় ধর্ষণ চেষ্টার মামলা করা হয়েছে।
