নিজস্ব প্রতিনিধি :
ভারতে পাচারের সময় সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজীরহাট ঠাকুরবাড়ি সীমান্ত থেকে ৩ পিচ স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার বিকালে কলারোয়া উপজেলার কাজীরহাট ঠাকুরবাড়ি সীমান্ত থেকে তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ৩৪৯. ৯২ গ্রাম। যার মূল্য ২৯ লাখ ৫৩ হাজার ৩২৫ টাকা।
আটককৃত স্বর্ণ চোরাকারবারীর নাম মজনু খান (৪১)। সে মানিকগঞ্জ জেলার সিংড়া থানার চাড়াভাঙ্গা গ্রামের আশেদ আলী খানের পুত্র।
বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের হাবিলদার ফারুক হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল কলারোয়া উপজেলার কাজীরহাট ঠাকুরবাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে স্বর্ণ চোরাকারবারী মজনুকে আটক করা হয়। পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় কসটেপ দিয়ে লুকিয়ে রাখা ৩ পিচ স্বর্নের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ৩৪৯. ৯২ গ্রাম। যার মূল্য ২৯ লাখ ৫৩ হাজার ৩২৫ টাকা।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটক চোরাকারবারীকে কলারোয়া থানায় সোপর্দ এবং স্বর্ণেরবার গুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।