হোম জাতীয় ঝড়-বৃষ্টিতে রোগীবাহী হেলিকপ্টারের জরুরি অবতরণ রংপুরে

জাতীয় ডেস্ক:

রংপুরের পীরগাছা উপজেলায় রোগীবাহী একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। বৃহস্পতিবার (১৫ জুন) উপজেলার কদমতলী সৈয়দ আলীর ভাটার পাড়ে বিকেল ৫টায় অবতরণ করে হেলিকপ্টারটি।

স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে তীব্র ঝড় ও বৃষ্টি হচ্ছিল। এসময় হঠাৎ এক হেলিকপ্টার ঝড়ের গতিবেগ বেশি থাকার কারণে তাৎক্ষণিকভাবে একটি খোলা ইটের ভাটায় অবতরণ করে। পরে হেলিকপ্টারের ভিতরে থাকা পাইলট ও রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয় এলাকাবাসী।

স্থানীয়রা আরও জানান, হেলিকপ্টারে থাকা রোগীর কোনো সমস্যা হয়নি। পাইলট, রোগী ও রোগীর স্বজনরা সবাই নিরাপদ আছেন। হেলিকপ্টারটি আধা ঘণ্টা অবতরণ শেষে আকাশের পরিস্থিতি ভালো হলে আবারও সেখান থেকে উড্ডয়ন করে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন