হোম অন্যান্যস্বাস্থ্য ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৩৭ জন

স্বাস্থ্য ডেস্ক:

সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি দিনকে দিন অবনতি হচ্ছে। সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে আরও ২৮৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে বর্তমানে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ৯৩৭ জন।

বৃহস্পতিবার (১৫ জুন) সারা দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৩৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৪৮ জন রয়েছেন।

এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে মোট ৯৩৭ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৬৬ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে আছেন ১৭১ জন।

চলতি বছর এখন পর্যন্ত ৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ১২১ জন। এ বছর এখন পর্যন্ত ২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়।

এদিকে এ বছর ডেঙ্গু আরও শক্তিশালী হয়ে উঠেছে জানিয়ে প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এজন্য চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন আনার কথাও বলছেন তারা। পাশাপাশি মৃত্যুহার কমাতে সচেতনতার বিকল্প নেই বলেও জানান তারা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন