হোম আন্তর্জাতিক রাশিয়ার পারমাণবিক অস্ত্র বেলারুশে পৌঁছাতে শুরু করেছে

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার পারমাণবিক অস্ত্র রুশ ভূখণ্ড খেকে বেলারুশে পৌঁছাতে শুরু করেছে। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানিয়েছে, তার দেশ রাশিয়ার কাছ থেকে পারমাণবিক অস্ত্র গ্রহণ করা শুরু করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বেলারুশের প্রেসিডেন্ট জানিয়েছেন, রাশিয়া থেকে তার দেশে যেসব পারমাণবিক অস্ত্র আসছে তার কোনো কোনোটার শক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমার চেয়ে তিন গুণ বেশি শক্তিশালী।

সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই প্রথম কোনো দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করল রাশিয়া। স্বল্প এবং মাঝারি পাল্লার ওয়ারহেডে সংযুক্ত এসব অস্ত্র ইউরোপের রণক্ষেত্রে যেকোনো সময় ব্যবহার করা যাবে বলে ধারণা বিশ্লেষকদের।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম রসিয়া-১ কে দেয়া এ সাক্ষাৎকারে লুকাশেঙ্কো বলেন, ‘রাশিয়ার কাছ থেকে গ্রহণ করা ক্ষেপণাস্ত্র এবং বোমা এখন আমাদের কাছে রয়েছে। এসব বোমা হিরোশিমা ও নাগাসাকিতে ব্যবহার করা বোমার চেয়েও তিন গুণ বেশি শক্তিশালী।’

এর আগে, গত মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট প্রথমবারের মতো বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দেন। সে সময় তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের বিভিন্ন দেশে বহু দশক ধরেই কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করে রেখেছে। রাশিয়ার এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের পাল্টা উদ্যোগ বলেই ধারণা করা হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্র পুতিনের সিদ্ধান্তের সমালোচনা করলে তারা ইউরোপে যেসব কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করে রেখেছে সেগুলো সরিয়ে নেয়ার বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। দেশটি স্পষ্ট করে বলেছে, এ বিষয়ে তার নিজস্ব অবস্থান পরিবর্তন করার কোনো ইচ্ছা নেই।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন