জাতীয় ডেস্ক:
জলাবদ্ধতা নিয়ে দ্বন্দ্বে সিলেটের জালালাবাদে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে।
বুধবার (১৪ জুন) দুপুর দুইটার দিকে উপজেলার সোনাতলা ও মৈয়ারচর গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, টুকের বাজার-বাদাঘাট সড়কের চার লেন নির্মাণ কাজের সময় সড়কের পাশের ড্রেন ভরাট হয়ে মৈয়ারচর এলাকাসহ আশপাশের কয়েকটি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ বিষয়ে প্রতিবাদ করার পর ঠিকাদার প্রতিষ্ঠান ড্রেনটি খনন করার উদ্যোগ নেয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আজবাহার শেখ জানান, ঠিকাদার প্রতিষ্ঠানটি পানি প্রবাহ স্বাভাবিক করার চেষ্টা করলে সোনাতলা গ্রামবাসী বাধা দেয়। এ নিয়ে মুখোমুখি সোনাতলা ও মৈয়ারচর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু দুপুর দুইটার দিকে। প্রায় দুই ঘণ্টার সংঘর্ষে সড়কে দাঁড়িয়ে থাকা অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ ও বিজিবি।
তবে, এখনও সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলেও জানান আজবাহার শেখ।