হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে সরকারি মহিলা কলেজে নবাগত অধ্যক্ষের যোগদান

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের সরকারি ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ে নবাগত অধ্যক্ষ অধ্যাপক মুসা হুসাইন খান এর যোগদান উপলক্ষে স্বাগত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে নবাগত অধ্যক্ষ অধ্যাপক মুসা হুসাইন খানকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন অত্র কলেজ কর্তৃপক্ষ।

অত্র কলেজের শিক্ষক কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবদুলাল বসু চম্পকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এসএম আফজাল হোসেন, সরকারি সুন্দরবন আর্দশ কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক আশফাকউদ্দিন আহম্মেদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. সালাউদ্দিন খান ও খুলনা সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক মো. মনিরুজ্জামান।

শিক্ষক কাউন্সিলের সাধারন সম্পাদক প্রভাষক মনোতোষ রায় কেষ্ট’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার, সহকারী অধ্যাপক মাসুদ হোসেন মুক্ত, প্রভাষক মো. হায়দার আলী, সচীন্দ্রনাথ রায়, পরিমল কান্তি মন্ডল, এবিএম আব্দুল হক প্রমূখ।

এসময় কলেজের বিভিন্ন জনপ্রতিনিধি, শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অধ্যাপক মুসা হুসাইন খান গত সোমবার (১২ জুন) সরকারি ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন