হোম খেলাধুলা ইংল্যান্ডের ইউরো বাছাই দল থেকে ছিটকে গেলেন বেলিংহাম

খেলাধূলা ডেস্ক:

সদ্য শেষ হওয়া মৌসুমে বুন্দেসলিগার সেরা খেলোয়াড় হয়েছেন জুদ বেলিংহাম। এরপর রিয়াল মাদ্রিদ ১০০ মিলিয়ন ইউরো খরচ করে দলে টেনেছে তাকে। সময়টা তাই ভালোই যাচ্ছিল তার। কিন্তু সুসময়ের পিছু পিছু হাজির হয় দুঃসময়। ইনজুরিতে ইংল্যান্ডের ইউরো বাছাই পর্বের দল থেকে ছিটকে গেছেন বেলিংহাম।

ইউরো ২০২৪-এর বাছাই পর্বের চলতি মাসের ম্যাচগুলোয় বেলিংহামকে পাচ্ছে না ইংল্যান্ড। চোট থেকে এখনও সেরে উঠতে না পারায় এই মিডফিল্ডারকে দলে রাখেননি ইংল্যান্ডের ম্যানেজার গ্যারেথ সাউথগেট।

২০২২-২৩ মৌসুমটা বরুশিয়া ডর্টমুন্ডের জার্সিতে অসাধারণ কেটেছে বেলিংহামের। তবে শেষটা সুখের হয়নি। হাঁটুর চোটে শেষ রাউন্ডে মেইঞ্জের বিপক্ষে খেলতে পারেননি তিনি। দলও ম্যাচ জিততে ব্যর্থ হয়েছে। যার কারণে ২০১১ সালের পর প্রথমবারের জন্য লিগ জেতার সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছে ডর্টমুন্ড। ওই ম্যাচে জয় পেলেই বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখকে পেছনে ফেলে লিগ জিতত ডর্টমুন্ড। শেষ পর্যন্ত সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থাকা বায়ার্ন শিরোপা জিতে নেয়।

ইংল্যান্ডের জাতীয় ফুটবল কেন্দ্রে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন ১৯ বছর বয়সী বেলিংহাম।

এদিকে ইংল্যান্ড দল থেকে ছিটকে গেছেন ব্রাইটনের ডিফেন্ডার লুইস ডাঙ্কও। প্রথমে স্কোয়াডে থাকলেও চোট থেকে সেরে উঠতে না পারায় বাদ পড়েছেন তিনিও। তবে এই দুজনের বদলি হিসেবে এখনও কাউকে দলে ডাকেননি সাউথগেট।

ইউরো বাছাই পর্বে শুক্রবার (১৬ জুন) ইংল্যান্ডের প্রতিপক্ষ মাল্টা। এরপর ১৯ জুন মেসিডোনিয়ার বিপক্ষে খেলবে ১৯৬৬-এর বিশ্ব চ্যাম্পিয়নরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন