খেলাধূলা ডেস্ক:
মেসিকে না পেয়ে নেইমারের দিকে হাত দিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। এরই মধ্যে জার্মানির ক্রীড়া সাময়িকী বিল্ড জানিয়েছে, রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার টনি ক্রুসকেও প্রস্তাব দিয়েছে সৌদি আরবের একটি ক্লাব।
চলতি মাস শেষেই রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের। যার সুযোগটা নিতে চেয়েছিল সৌদি আরবের একটি ক্লাব। জার্মানির হয়ে ২০১৪ সালে বিশ্বকাপ জেতা এই মিডফিল্ডারকে দলে নিতে চেয়েছিল সৌদি আরবের একটি ক্লাব। তবে তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ক্রুস।
জার্মানির ক্রীড়া সাময়িকী ‘বিল্ড’–এর পডকাস্ট ‘ফ্রাজেন মাহের’ অনুষ্ঠানে ক্রুসের এজেন্ট ফয়কার স্ট্রুথ জানান, সৌদি আরব থেকে ক্রুসের জন্য একটি প্রস্তাব এসেছিল। তবে তা ফিরিয়ে দিয়েছেন তিনি। যদিও কোন ক্লাব ক্রুসের জন্য প্রস্তাব পাঠিয়েছিল তা জানানো হয়নি।
শুধু ক্রুস নন, জার্মানির দুই তারকা ফুটবলার মারিও গোটজে ও টমাস মুলারও সৌদি আরব থেকে প্রস্তাব পেয়েছেন। ক্রুসের মতো তারাও প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
এদিকে চলতি মাস শেষে রিয়ালের সঙ্গে চুক্তি ফুরাচ্ছে টনি ক্রুসের। তবে তিনি এখনই রিয়াল ছাড়তে চান না। যদিও এখনও ক্রুসের সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে কোনো আলোচনা হয়নি রিয়াল কর্তৃপক্ষের। তবে ক্রুস জানিয়েছেন সবকিছু ঠিকঠাকভাবেই এগোচ্ছে। কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে তার চুক্তির খবরটি জানানো হবে।
বায়ার্ন মিউনিখ ছেড়ে ২০১৪ সালে স্পেনে পাড়ি জমান টনি ক্রুস। শুরু থেকেই দলের নিয়মিত খেলোয়াড়ে পরিণত হন তিনি। সদ্য শেষ হওয়া মৌসুমে রিয়ালের হয়ে ৫২ ম্যাচে ২ গোল করার পাশাপাশি ৬টি গোলও করিয়েছেন ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার।