হোম রাজনীতি নিরপেক্ষ সরকারের অধীনে ১০টি আসনও পাবে না আওয়ামী লীগ: ফখরুল

রাজনীতি ডেস্ক:

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো আপস করবে না তার দল।

রোববার (১১ জুন) দুপুরে গাজীপুর মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মির্জা ফখরুল।

মহানগর গঠনের ১৩ বছর পর গাজীপুরে অনুষ্ঠিত হলো বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। আগামী নির্বাচন ইস্যুতে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন দলের শীর্ষ নেতারা। কথা বলেন আলোচিত সংলাপ ইস্যুতেও।

গাজীপুর মহানগরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সমবেত হন ৫৭টি ওয়ার্ডের নেতারা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, সংলাপের ফাঁদে পা দেবে না বিএনপি। নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেয়ারও আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘এবার আর কোনো ফাঁদে পা দেয়া নয়। লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে আমাদের বিজয় অর্জন করতে হবে। আওয়ামী লীগের পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে।’

আওয়ামী লীগের নেতারা আবোলতাবোল কথা বলছেন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘তারা সকালে বলে এক কথা, বিকেলে আরেকটা। কেউ বলে সংলাপ করব, কেউ বলে করব না। আরে সংলাপ করতে কে চেয়েছে তোমাদের সঙ্গে। তোমাদের সংলাপ তো আমরা জানি। তোমরা মিথ্যা কথা বল। তারপর আবার জনগণের সঙ্গে প্রতারণা কর।’

সম্মেলনে শওকত সরকারকে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি এবং মঞ্জুরুল আলম রনিকে সাধারণ সম্পাদক করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে দু-বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি করার দায়িত্ব দেয়া হয় তাদের।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন