খেলাধূলা ডেস্ক:
সাম্প্রতিক সময়ে বিশ্বের সেরা ক্রিকেট দল কোনটি? এমন প্রশ্নের উত্তরে প্রথম সারিতে নিঃসন্দেহে জায়গা পাবে ভারত। বিশ্বমানের খেলোয়াড়ের ছড়াছড়ি এবং দ্বিপাক্ষিক সিরিজ, বিশেষ করে দেশের বাইরের সিরিজগুলোতে ভারতের আধিপত্য তাদের এমন মর্যাদা এনে দিয়েছে। তবে আইসিসির যেকোনো টুর্নামেন্টে এলেই যেন খেই হারিয়ে ফেলছে ভারত।
গত কয়েক বছরে আইসিসি টুর্নামেন্টগুলোতে ভারতের ব্যর্থতা চোখে পড়ার মতো। ফেবারিট হিসেবে টুর্নামেন্টে গিয়ে শুরুতে বাদ পড়ার ঘটনা যেমন আছে, তেমনি তীরে এসে তরি ডোবানোর ঘটনাও অজস্র। তবে কাছে গিয়ে বারবার সুযোগ হারানোর বিষয়টি নিশ্চিতভাবেই ভাবাবে ভারতকে।
গত তিন বছরে তিনটি আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনালে খেলেছে ভারত। এর মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেই পরপর দুবার হেরেছে দুবারের ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়নরা। টেস্ট আসরের প্রথম ফাইনালে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারলেও এবার অনেকটা পিছিয়ে থেকে হেরেছে রোহিতদের দল।
২০১৩ সালে সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল ভারত। এরপর বিভিন্ন আইসিসি টুর্নামেন্টে চারবার ফাইনাল খেলার পাশাপাশি চারবার সেমিফাইনাল খেলেছে ভারত। এর মধ্যে অনেক ম্যাচেই স্পষ্ট ফেবারিট হিসেবে মাঠে নেমেও ব্যর্থ ভারতীয়রা।
আইসিসি টুর্নামেন্টে ভারতের টানা ব্যর্থতা নিয়ে সাম্প্রতিক সময়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে বিশ্লেষকরা এটাকে ভারতের মনস্তাত্ত্বিক সমস্যা বলে উল্লেখ করছেন। ক্রিকেট বিশ্লেষকদের একাংশের মতে, ফেবারিট হওয়ার চাপটা শেষ পর্যন্ত নিতে পারছে না ভারত। অনেকে আবার বলছেন, ভালো নেতৃত্বের অভাবে টুর্নামেন্ট জেতা হচ্ছে না ভারতের।