হোম জাতীয় জামায়াতকে দিয়ে নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

জাতীয় ডেস্ক:

জামায়াতকে দিয়ে বিএনপি নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ।

তিনি বলেছেন, আওয়ামী লীগকে হারানোর শক্তি এদেশে কারো নেই, শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হবে এবং শেখ হাসিনা চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হবেন।

রোববার (১১ জুন) বিকেলে নীলফামারী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ সব কথা বলেন।

তিনি বলেন, যারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। বিএনপিকে কখনই মাঠ দখল করতে দেয়া হবে না।

মন্ত্রী আরও বলেন, বিএনপি আবার অগ্নি সন্ত্রাসের বার্তা দিচ্ছে। জামায়াতকে দিয়ে বিএনপি নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে। এর মধ্য দিয়ে দেশকে বিশৃঙ্খল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায় বিএনপি। কারণ বিএনপি জানে তারা নির্বাচনে জয়ী হতে পারবে না।

বর্ধিত সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হকসহ জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন