খেলাধূলা ডেস্ক:
বিয়ে করেছেন বাংলাদেশ জাতীয় দলের উদীয়মান তারকা হাসান মাহমুদ। শুক্রবার (৯ জুন) ছোট পরিসরে তার বিয়ে সম্পন্ন হয়।
ছোট পরিসরে বিয়ে সম্পন্ন হলেও বিশ্বকাপের পর বড় অনুষ্ঠান করবেন হাসান। বিয়ে উপলক্ষে লক্ষ্মীপুর থেকে আসা তার পরিবারের সদস্যরা আপাতত ঢাকায় অবস্থান করছেন।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ছেলের অনুশীলন দেখতে গিয়ে কয়েক দিন আগেই বিয়ের কথা জানিয়েছিলেন হাসান মাহমুদের বাবা মো. ফারুক। এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হাসানের বাবা এটাও জানিয়েছিলেন যে, পারিবারিকভাবে আগেভাগেই বাগদান সম্পন্ন হয়েছে হাসানের।
২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল হাসান মাহমুদের। পরের বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর শের-ই বাংলায় তার ওয়ানডে অভিষেক হয়। দুর্দান্ত বোলিংয়ে এরই মধ্যে তাকে নিয়ে স্বপ্ন দেখছে বাংলাদেশের ক্রিকেট। এখন পর্যন্ত ১১ ওয়ানডের ১০ ইনিংসে ১৮ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। ১৬টি টি-টোয়েন্টিতেও তার শিকার ১৮ উইকেট।