বিনোদন ডেস্ক:
জন্মদিনে সুখবর দিলেন ভারতীয় বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য। খুব শিগগিরই বড় পর্দায় অভিষেক হতে চলেছে তার।
নীলাঞ্জন মুখোপাধ্যায় পরিচালিত ‘গুডবাই ভেনিস’ ছবির হাত ধরে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেতার।
ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন অর্নব লাহা। ছবিটি প্রযোজনা করছে কুইন্টেলস স্টুডিওস। সুর এবং সংগীতায়োজন করবেন সৌম্য ঋত। ছবিটির অ্যালবামে থাকছে সৌম্য ঋতের লেখা এবং সুর করা পাঁচটি গান।
‘গুডবাই ভেনিস’ মূলত ইতালিতে পাঁচ বন্ধুর রোড ট্রিপ এর এক জমজমাট গল্প। পাঁচ বন্ধুর ইতালি সফরের এক জীবনমুখী অভিজ্ঞতার গল্প নিয়েই তৈরি হবে নতুন এই ছবি। তাই পাঁচ জন বন্ধুকে ঘিরে আবর্তিত হবে সিনেমাটি।
তবে গল্পে টুইস্ট শুরু হয় কলেজের শেষ দিনে। একটি রহস্যে পাঁচ বন্ধুর জীবন অপ্রত্যাশিত মোড় নেয়। তারপর দীর্ঘ তিন বছর পর ভেনিস সফরে উন্মোচিত হয় সে রহস্য।
এই রহস্যের জের ধরেই একটা নিখুঁত পরিপক্ক সম্পর্ক ভেঙে যায় আবার একটা ভাঙা সম্পর্ক জোড়া লাগে। জীবন-সম্পর্ক এবং বন্ধুত্বের এক অদ্ভুত মেলবন্ধনের গল্প বলবে ‘গুডবাই ভেনিস’।
এ সিনেমার মাধ্যমে পরিচালক দর্শকদের দেখাতে চলেছেন জীবন সীমাবদ্ধ তবে সম্পূর্ণ সম্ভাবনাময়। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস, দর্শনা বণিক, নীল ভট্টাচার্য এবং দিব্যাশা দাস।
ছবিতে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে যা এখনও রহস্যই রাখতে চাইছেন সিনেমা সংশ্লিষ্টরা। খুব শিগগিরই ছবির কাজ শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা নীলাঞ্জন।
বর্তমানে নীল ব্যস্ত জনপ্রিয় ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’ এর কাজে। যেখানে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের জনপ্রিয় জুটি নীল-তিয়াশার রসায়ন ফের একবার পর্দায় দেখানো হয়েছে।