সৌরভ মন্ডল, দাকোপ :
সারা বাংলাদেশ যখন থমকে গেছে মহামারির ভয়ে তখন খুলনার দাকোপে প্রায় প্রতিদিনই কেউ না কেউ থাকছে করোনা পজেটিভ। তবুও কারো মনে দেখা যাচ্ছে না কোনো ভয়,অবাধে চলছে সর্বত্র চলাফেরা নেই কারো কোনো বাধা।
কিছু অসাধু ব্যবসায়ীরা এস্থানীয় প্রশাসনের চোখের আড়ালে স্বাভাবিক ভাবে চালাচ্ছে তাদের কেনা বেচা। সন্ধা হলেই গ্রাম এলাকার চায়ের দোকান গুলো বা প্রায় সব ধরনের দোকানই অর্ধ ভাবে খোলারাখে ভিতরে চলে রীতি মত আড্ডা।
সাধারণ মানুষের মঝে রয়েছে বড্ড অসচেতনতা থাকে না কারো মধ্যে কোন দূরত্ব সব কিছুই মনে হয় আগের মত স্বাভাবিক
এলাকার সুশীল সমাজ চায় প্রশাসনের কড়া নজরদারি, না হলে আজ এই কিছু মানুষের জন্য দাকোপ এর পর মহামারী তে রূপ নিবে।
দাকোপের সুশীল সমাজ ও সচেতন দাকোপবাসির পক্ষ থেকে একটাই দাবি তারা চায় প্রসাশনের কড়া নজরদারি।