বিনোদন ডেস্ক:
দেশীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ সাফা কবির। পর্দায় তাকে বেশির ভাগ সময়ই প্রেমিকার চরিত্রে দেখা যায়। তবে বাস্তবে কারও সঙ্গে তার নাম জড়াতে শোনা যায়নি। বলা চলে, ক্যারিয়ারের শুরু থেকেই সিঙ্গেল আছেন তিনি। খুব বেশি অভিনয়ে নিয়মিত না হলেও, বিজ্ঞাপন ও বিশেষ দিনের নাটকগুলোতে দেখা মেলে তার।
তবে হঠাৎ করেই শুক্রবার (৯ জুন) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে অভিনেত্রী সাফা কবির মারা গেছেন। মুহূর্তেই তার ভক্তরা তাকে নিয়ে স্ট্যাটাস দিতে থাকেন। সেই খবর পৌঁছে যায় এই অভিনেত্রীর কাছে। একপর্যায়ে বাধ্য হয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানান তিনি বেঁচে আছেন।
মূলত বৃহস্পতিবার (৮ জুন) রাতে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে সাফা কবিরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। দুজনের নাম একই হওয়ার কারণে গুজবটি ছড়িয়ে পড়ে দ্রুত।
এর ফলে বিব্রত হয়ে অভিনেত্রী সাফা কবির সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে তার ভক্তদের জানিয়ে দিয়েছেন।
সেই পোস্টে সাফা লিখেছেন, ‘হ্যালো এভরি ওয়ান। সবাইকে ছুটির দিনের শুভেচ্ছা। একটি ভুল পোস্টে আমাকে অনেকেই ট্যাগ করছেন। নামের সঙ্গে মিল থাকায় অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন। না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে।’
তিনি ভালো রয়েছেন জানিয়ে বলেন, ‘আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ সবার ভালো করুক, আমিন।’
প্রসঙ্গত, বর্তমান তরুণ প্রজন্মের যে কজন অভিনেত্রী কাজের মাধ্যমে আলোচিত, তাদের মধ্যে সাফা কবির অন্যতম। এ সময়ে ছোট পর্দায় অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। নিত্যনতুন চরিত্রের মাধ্যমে দর্শকদের সামনে আসছেন বারবার।
তবে সাফার শোবিজ যাত্রাটা শুরু হয় বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে। এরপর আরও বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন তিনি। ‘অ্যাট এইটিন অল টাইম দৌড়ের উপর’ টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন। এরপর থেকে নিয়মিত অভিনয় করছেন।