কিশোর কুমার :
তালায় বিদ্যুতায়িত হয়ে ছায়া দেবী(৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি মাগুরা ইউনিয়নের মাগুরাডাঙ্গা গ্রামের জগদীশ মণ্ডলের স্ত্রী। শুক্রবার (১৯ জুন) বিকালে নিজ বাড়িতে অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। মাগুরা ইউনিয়ন পরিষদের সদস্য মইনুল ইসলাম জানান, ছায়া দেবী হত দরিদ্র ও দুস্থ পরিবারের মানুষ। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।