জাতীয় ডেস্ক:
বাংলাদেশ ও ভারতের মধ্যেকার সীমান্তের সীমানা পিলার পুনর্নির্মাণ ও মেরামত কাজ পরিদর্শনের উদ্দেশে তিন দিনের সরকারী সফরে ভারতে গেছেন ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (৮ জুন) সকালে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুল বারিকের নেতৃত্বে প্রতিনিধি দলটি ভারতে যায়।
হিলি চেকপোস্টে পৌঁছালে ভারতের পশ্চিমবঙ্গের ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের পরিচালক ড. রেশমি কামালসহ অন্যান্য কর্মকর্তারা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বিজিবি ও বিএসএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর প্রতিনিধি দলটিকে সঙ্গে নিয়ে ভারতীয় প্রতিনিধি দলটি যৌথভাবে সীমান্ত পরিদর্শনের জন্য ভারতে প্রবেশ করেন।
প্রতিনিধি দলে রয়েছেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের যুগ্ম সচিব এম এম আরিফ পাশা, উপপরিদর্শক (জরিপ) মো. মনিরুজ্জামান, জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মো. শামসুল আজম, সহকারী জরিপ কর্মকর্তা মো. পারভেজ মিয়া ও মো. আশরাফুল হোসেন। ভারতীয় প্রতিনিধি দলে রয়েছেন, ভারতের পশ্চিমবঙ্গের ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের সহকারী পরিচালক সুমি বিশ্বাস, চার্জ কর্মকর্তা বিদেশ নাইয়া, সহকারী চার্জ কর্মকর্তা কুশদিরাম দাশ, সার্ভেয়ার তপন কুমার।
প্রতিনিধি দলের সদস্য জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মো. শামসুল আজম বলেন, ‘দিনাজপুর ও জয়পুরহাট এবং ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্ত এলাকার আন্তর্জাতিক সীমানা পিলার পরিদর্শন করা হবে। যৌথভাবে পরিদর্শন শেষে আগামী ১০ জুন একই পথে ভারত থেকে দেশে ফিরে আসবে প্রতিনিধি দলটি।’