লাইফস্টাইল ডেস্ক:
তীব্র গরমে এখন মানুষের জীবন নাজেহাল। আর চুলের তো বারোটা বেজেছেই। গরমে চুলে যে সমস্যা তীব্র হয়ে ওঠে তা হলো ঘামে চুল আঠালো হয়ে মুঠো মুঠো চুল ওঠা শুরু হয়। তবে এমনটি আর হবে না তা একটি উপায়ে।
সেই উপায় কিন্তু ঘামের আঠালো ভাব দূর করতে বার বার চুলে শ্যাম্পু ব্যবহার করা নয়। ডার্মাটোলিস্টরা বলছে, রোজ শ্যাম্পু করা চুলের জন্য মোটেও ভালো নয়। এর জন্য ব্যবহার করতে পারেন একটি কার্যকরী হেয়ার মাস্ক।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের বরাতে জানা যায়, ত্বকে পিএইচের ভারসাম্য ঠিক রেখে স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য এই হেয়ার মাস্ক ব্যবহার জরুরি। মাথার ত্বকে তেলের ভারসাম্য ঠিক রেখে চুল আরও ঘন করে চুলের যত্নে তুলতে ভরসা রাখতে পারেন নারকেল তেল, বাদাম তেল, অলিভ ওয়েল, অ্যালোভেরা আর মধুর ওপর।
এই মাস্ক তৈরি করতে ২ টেবিল চামচ অ্যালোভেরা, ২ টেবিল চামচ নারকেল তেল, ১ টেবিল চামচ বাদাম তেল, ১ টেবিল চামচ অলিভ ওয়েল ও ১ টেবিল চামচ মধু নিন। একটি পাত্রে ভালো করে ব্লেন্ড করে নিন।
হেয়ার মাস্কটি তৈরি হয়ে গেলে প্রথমে তুলার একটি ছোট গোল বল তৈরি করে নিন। সেই বল হেয়ার মাস্কে ডুবিয়ে মাথার তালুতে আলতোভাবে ঘষুন। ধীরে ধীরে মাথার পুরো ত্বকে তা ম্যাসাজ করুন।
এরপর সেই তুলার বলের সাহায্যে গোড়া থেকে একেবারে আগা পর্যন্ত সম্পূর্ণ চুলে মাস্কটি লাগান। চুলে লাগানো হয়ে গেলে অপেক্ষা করুন আধা ঘন্টার মতো।
আধা ঘণ্টা পর কোনো মাইল্ড শ্যাম্পু বা ভালো ব্র্যান্ডের কোনো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। চুল ধোয়া হয়ে গেলে ফ্যানের বাতাসে তা দ্রুত শুকিয়ে নিন। আর লক্ষ্য করুন হেয়ার মাস্কের চমক। সপ্তাহে মাত্র ২ বার হেয়ার মাস্ক ব্যবহার করুন। তাহলেই গরমে ঘামে চুল আর আঠালো হয়ে উঠবে না। সেই সঙ্গে মুঠো মুঠো চুল ঝরে পড়ার প্রবণতাও দ্রুত কমতে শুরু করবে।