হোম বিনোদন বিদ্যাকে ‘মোটা’ বলে খোঁটা কারিনার

বিনোদন ডেস্ক:

বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান এবং কারিনা কাপুর খান। তাদের অভিনয় দক্ষতায় সফল হয়েছে একাধিক সিনেমা। অভিনয়ে নিজেদের ‘রোল মডেল’ হিসাবেও প্রতিষ্ঠা করলেও একে অপরের উদ্দেশে কটু কথা বলতে ছাড়েননি দুই নায়িকা।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী , ‘কফি উইথ করণ’-এ কারিনাকে প্রশ্ন করা হয়, যদি কোনও দিন ঘুম থেকে উঠে তিনি দেখেন যে তিনি বিদ্যা বালান হয়ে গিয়েছেন, তা হলে কেমন লাগবে তার। প্রশ্নের উত্তর দিতে গিয়ে কারিনা বলেন, ‘আই উড ফিল ডার্টি!’ যার বাংলা করলে দাঁড়ায়, ‘আমার নিজেকেই নোংরা লাগবে।’

অন্যদিকে কারিনার সঙ্গে এই বিষয় নিয়ে তর্কে জড়ালেও তাকে ঠিকঠাক জবাব দিয়েছিলেন বিদ্যা। জানা যায়, কারিনার মন্তব্যের ভিত্তিতে প্রশ্ন করা হলে বিদ্যা বলেন, ‘নিশ্চয়ই ‘দ্যা ডার্টি পিকচার’-এর থেকে বেশি নোংরা লাগবে না! কেউ এক জন ‘হিরোইন’ বানাতেই পারেন, তবে ‘দ্যা ডার্টি পিকচার’ আর কেউ বানাতে পারবেন না।’

সাইফ আলি খানকে বিয়ে করার পর এখন দুই সন্তানের মা কারিনা। তার পরেও ছিপছিপে চেহারা ধরে রেখেছেন বলিউড অভিনেত্রী। শরীরচর্চা ও ফিটনেসে বরাবর মন তার। রকমারি খাওয়াদাওয়া করতে ভালবাসলেও ফাঁকি দেন না ব্যায়ামে। সেই প্রতিফলন দেখা যায় তার চেহারাতেও। অন্য দিকে, ২০১২ সালে ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমায় সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করার জন্য কয়েক কেজি ওজন বাড়াতে হয়েছিল বিদ্যা বালানকে। ওই সিনেমায় বহুল প্রশংসিত হয়েছিল বিদ্যার কাজ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন