হোম আন্তর্জাতিক ইউক্রেনে পাঠানো হলে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে পারমাণবিক অস্ত্র থাকতে পারে: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান পাঠানো হলে সেটিতে পারমাণবিক অস্ত্র থাকতে পারে বলে সতর্কবার্তা জানিয়েছে রাশিয়া। সোমবার (৫ জুন) তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে এক বক্তব্যে এই হুঁশিয়ারি দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, এমন হলে সংঘর্ষ আরও বেড়ে যাবে।

ল্যাভরভ বলেন, ‘আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে, এফ-১৬ যুদ্ধবিমানের অন্যতম বৈশিষ্ট হলো এটি পারমাণবিক অস্ত্র ধারণ করতে পারে।’

তিনি বলেন, ‘এই বিষয়টি যারা বুঝতে পারছেন না, তারা সামরিক কৌশলবিদ ও পরিকল্পনাকারীদের মতোই অপদার্থ।’

দীর্ঘদিন ধরেই পাল্টা হামলার জন্য মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান চেয়ে আসছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধবিমানটি পেলে রুশ আগ্রাসনের অবসান ঘটাতে পারবেন বলে দাবি করেন তিনি।

চলতি বছর হিরোশিমায় জি-৭ সম্মেলনে মার্কিন প্রশাসন জানিয়েছে, মিত্ররা ইউক্রেনকে এফ-১৬ দিতে চাইলে আপত্তি জানাবে না ওয়াশিংটন। যুদ্ধবিমানটি চালনায় কিয়েভের সেনাদের প্রশিক্ষণে সহযোগিতা প্রদানের কথাও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ওয়াশিংটন কিয়েভকে এফ-১৬ সরবরাহ করবে কি না সে বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। সূত্র: রয়টার্স

সম্পর্কিত পোস্ট

মতামত দিন