হোম ফিচার পেঁয়াজ আমদানির দ্বিতীয় দিনে আজ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করবে ৬০ থেকে ৬৫ টি পণ্যবাহী পেঁয়াজের ট্রাক

নিজস্ব প্রতিনিধি :

পেঁয়াজ আমদানির অনুমতি প্রাপ্তির দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার বিকাল ৩ টা পর্যন্ত সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ১২ টি ট্রাকে ৩৬০ মেট্রিকটন ভারতীয় পেঁয়াাজ বাংলাদেশে প্র‌বেশ ক‌রেছে। ভারতের ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে দে‌শে প্রবেশ করে পেঁয়াজ ভ‌র্তি এসব ট্রাক। তবে, আজ বিকাল সাড়ে ৬ টা পর্যন্ত মোট ৬০ থেকে ৬৫ টি পন্যবাহি পেঁয়াজের ট্রাক ভোমরা স্থল বন্দরে প্রবেশ করবে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। এ আগে সোমবার এ বন্দর দিয়ে ১১ টি ট্রাক যোগে ৩৩০ মেট্রিকটন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে সোমবার ১১টি ট্রাকে ৩৩০ মেট্রিকটন পেঁয়াজ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে প্রবেশ করলেও আজ বুধবার তা বেড়ে ৬০ থেকে ৬৫ ট্রাকে দাঁড়াবে। ইতিমধ্যে বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। এভাবে কয়েক চালান পেঁয়াজ দেশে প্রবেশ করলে খোলা বাজারে পেঁয়াজের মুল্য ৩০-৩৫ টাকার ভিতর থাকবে বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা। তবে, প্রচন্ড গরমের কারনে সোমবার যে পেঁয়াজ দেশে প্রবেশ করেছে তার মধ্যে অনেক পেঁয়াজ পঁচে গেছে।

তিনি আরো জানান, প্রতি টন পেঁয়াজ ২২০ মার্কিন ডলার থেকে ২৫০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে। দেশীয় পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করতে গত ১৫ মার্চ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করে সরকার। এ সুযোগে বাজারে অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়। ফলে প্রতিকেজি পেঁয়াজের দাম ৪৫ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত খোলা বাজারে বিক্রি হয়েছে।

ভোমরা স্থলবন্দর শুল্ক ষ্টেশনের ডেপুটি কমিশনার নেয়ামুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে আজ মঙ্গলবার বিকাল ৩ টা পর্যন্ত সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ১২ টি ট্রাকে প্রায় ৩৬০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াাজ বাংলাদেশে প্র‌বেশ ক‌রেছে। তবে, বিকাল সাড়ে ৬ টার মধ্যে আরো অনেক পণ্যবাহী পেঁয়াজের ট্রাক ভারত থেকে ভোমরা স্থলবন্দরে প্রবেশ করবে বলে তিনি আরো জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন