হোম খেলাধুলা মেসিকে ফেরানোর প্রশ্নে ক্ষুব্ধ বার্সা প্রেসিডেন্ট, কেড়ে নিলেন সাংবাদিকের ফোন

খেলাধূলা ডেস্ক:

গত কয়েক মাস ধরে ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত বিষয় লিওনেল মেসির দলবদল। নতুন মৌসুম যতো কাছে এগোচ্ছে এই প্রসঙ্গ যেন আরও ঘুরেফিরে আসছে। তবে প্রশ্নটা বারবার সামনে এলেও বিষয়টা যেন রহস্যই থেকে যাচ্ছে সবার কাছে। রোববার (৪ জুন) বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেন।

চলতি মৌসুমে পিএসজির ম্যাচ শেষ। কোনো খেলা না থাকলেও মেসির সাথে দলটির চুক্তি আছে ৩০ জুন পর্যন্ত। গত কয়েক মাসে পাওয়া খবর থেকে অনেকটা নিশ্চিতভাবে বলা যায়, অবিশ্বাস্য কিছু না হলে পিএসজিতে আর থাকার কোনো সম্ভাবনা নেই আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকার। তাহলে যাচ্ছেন কোথায় তিনি?

বিশ্বকাপ জয়ের আগে থেকেই মেসির সাথে চুক্তি নবায়নের চেষ্টা করছে পিএসজি। তবে প্যারিসের ক্লাবটির কোনো প্রস্তাবেই সাড়া দেননি আর্জেন্টাইন তারকা। সম্প্রতি মেসির সৌদি আরব সফরের পর দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়েছে।

নতুন মেয়াদে চুক্তি করার ক্ষেত্রে মেসির সামনে এখন অপশন তিনটা। সৌদি আরবের ক্লাব আল হিলাল, যুক্তরাষ্ট্রের ক্লাব আল হিলাল আর সাবেক ক্লাব বার্সেলোনা। তিন ক্লাবের সাথে মেসি এবং তার বাবার যোগাযোগ নিয়ে অনেক গুঞ্জন শোনা গেছে। তবে এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি কিছুই।

বার্তা সংস্থা এএফপির খবর, আল হিলালের কর্মকর্তারা এই মুহূর্তে প্যারিসে আছেন। তারা সেখানে গেছেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে কথা বলে চুক্তি চূড়ান্ত করে ফেলতে। এএফপি তাদের খবরে লিখেছে, চুক্তি চূড়ান্ত করার আনুষ্ঠানিক ঘোষণা সপ্তাহ শুরুর আগেই দেবে সৌদি আরবের ক্লাবটি।

এমন খবরেও বার্সেলোনায় মেসির ফেরা নিয়ে প্রত্যাশার কমতি নেই। ক্যাম্প ন্যুয়ের ক্লাবটির সমর্থকেরা এখনো আশা করে আছেন যে মেসি এখানেই ফিরবেন। তাই তো বিভিন্ন সংবাদমাধ্যম যখন মেসির সৌদি চুক্তি প্রায় চূড়ান্ত বলছে তখনও বার্সেলোনা-ঘনিষ্ঠ সাংবাদিকেরা ক্লাব সভাপতিকে মেসির বিষয়ে প্রশ্ন করে চলছেন।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসির খবর অনুযায়ী, রোববার লাপোর্তাকে এই প্রশ্ন করার পর এক সাংবাদিকের ওপর চটেছেন লাপোর্তা। প্রশ্নের উত্তর রেকর্ড করার জন্য সাংবাদিক মোবাইল ফোন বের করলে সেই মোবাইল নিজের পকেটে রেখে দেন বার্সা সভাপতি। এরপর তিনি বলেন, ‘মেসিকে ফেরানো কঠিন কি না, সেটা আপনি দেখবেন।’ খানিক পরই অবশ্য ওই সাংবাদিকের মুঠোফোনটি ফেরত দেন লাপোর্তা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন