হোম খেলাধুলা শেষের নাটকীয়তায় ৬৬ বছর পর শিরোপা জয় এন্টওয়ার্পের

খেলাধূলা ডেস্ক:

এক নাটকীয় ম্যাচের সাক্ষী হয়েছে ফুটবল দর্শকরা। বেলজিয়ামের প্রো লিগের শেষ গেইম উইকে দুই ম্যাচের নানা নাটকীয়তায়র পর শেষ পর্যন্ত ৯৪তম মিনিটে গোল করে রয়্যাল এন্টওয়ার্পকে ৬৬ বছর পর লিগ শিরোপা উপহার দেন সাবেক টটেনহ্যাম ডিফেন্ডার টবি অ্যাল্ডারওয়েরল্ড।

এবারের বেলজিয়ামের লিগে শিরোপার লড়াইয়ে ছিল তিনটি দল। ইউনিয়ন সেইন্ট গিলোইস, রয়্যাল এন্টওয়ার্প এবং গেঙ্ক। রয়্যাল এন্টওয়ার্পের মুখোমুখি হয়েছিল গেঙ্কের আর ইউনিয়ন সেইন্ট গিলোইসের মুখোমুখি হয়েছিল ক্লাব ব্রুগ।

এ তিন দলের মধ্যে শিরোপার লড়াইয়ে অবশ্য এগিয়ে ছিল ইউনিয়ন সেইন্ট গিলোইস। শেষ ম্যাচে জিতলেই শিরোপা নিশ্চিত ছিল তাদের। আর ম্যাচের ৮৮ মিনিট পর্যন্ত তাই মনে হচ্ছিল। তবে এরপর সবকিছু ওলটপালট হয়ে যায়।

৮৯ মিনিটে ক্লাব ব্রুগ গোল করে ম্যাচে সমতায় ফেরায়। এরপর আরও দুই গোল হজম করে ম্যাচটি হেরে যায় ইউনিয়ন সেইন্ট গিলোইস। তাতে পয়েন্ট টেবিলের তিনে নেমে যায় তারা। তবে এরপর আরও নাটকীয়তার বাকি ছিল। এই সময়টাতে লিগ শিরোপা জয়ের অনেক কাছে ছিল গেঙ্ক। কারণ, তারা ২-১ গোলে ম্যাচটি জিতে যাচ্ছিল। তবে ৯৪তম মিনিটে গোল করে সমতায় ফেরে রয়্যাল এন্টওয়ার্প। আর তাতেই ড্রয়ের পাশাপাশি শিরোপাও নিশ্চিত হয় তাদের।

১৯৫৮ সালের পর লিগ শিরোপা জিতল রয়্যাল এন্টওয়ার্প। লিগ শিরোপা জয়ের পাশাপাশি আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ক্লাবটি। ১৯৫৮ সালের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করলো এন্টওয়ার্প।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন