নিজস্ব প্রতিনিধি :
ভারতে পাচারের সময় সাতক্ষীরার শ্যামনগর থেকে ৪ লাখ ২০ হাজার পিস জন্মনিরোধক সুখী বড়ি জব্দ করেছে পুলিশ। এ সময় আটক করা হয়েছে দুই চোরাকাবারীকে। শনিবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামে মফিজুর রহমানের বাড়ীতে অভিযান চালিয়ে উক্ত সুখী বড়িসহ দুই চোরাকারবারীকে আটক করা হয়।
আটককৃত চোরাকারবারীরা হলেন, শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামে শামসুর গাজীর ছেলে ইসরাফিল গাজী ও আব্দুল জব্বার গাজীর ছেলে মোঃ মোজাম গাজী।
পুলিশ জানায়, ক্রয়-বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং সরকারীভাবে হাসপাতাল থেকে মহিলাদের জন্য সরবরাহকৃত জন্মনিরোধক সুখী বড়ির একটি বড় চালান উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামে মফিজুর রহমানের বাড়ী থেকে নদী পথে ভারতে পাচারের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) আরিফুর রহমান ফারাজীর নেতৃতে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় সেখানে তল্লাশী চালিয়ে ৪ লাখ ২০ হাজার পিস (১৫ হাজার পাতা) সুখী বড়ি জব্দ করা হয় এবং এঘটনায় জড়িত থাকার অভিযোগে আন্তদেশীয় চোকারবারী সিন্ডিকেট চক্রের উক্ত দুই সদস্যকে আটক করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাঃ নূরুল ইসলাম বাদল বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত সুখিবড়িসহ আটককৃত আন্তদেশীয় চোকারবারী সিন্ডিকেট চক্রের উক্ত দুই সদস্যকে আজ শনিবার আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।