হোম অন্যান্যসারাদেশ  খুলনায় ডাক্তার রকিব হত্যা মামলার প্রধান আসামীর আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী,দুই আসামির রিমান্ড মঞ্জুর

 খুলনায় ডাক্তার রকিব হত্যা মামলার প্রধান আসামীর আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী,দুই আসামির রিমান্ড মঞ্জুর

কর্তৃক
০ মন্তব্য 120 ভিউজ

খুলনা অফিস :
খুলনায় চিকিৎসক রকিব হত্যা মামলার প্রধান আসামী জমির শেখ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করেছে। অপর ২ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শুক্রবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তাদের রিমান্ড শুনানি হয়। বুধবার রাতে ডা. রকিব হত্যা মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি জমির, আবুল আলী, গোলাম মোস্তফা ও খাদিজাকে গাজীপুরের টঙ্গী এবং খুলনার রূপসা থেকে গ্রেফতার করা হয়।

ডাক্তার রকিব হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার এস.আই বিএম ম‌নির হো‌সেন জানান, ডাঃ রকিব হত্যা মামলায় আসা‌মি জ‌মির শেখ’এর ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে। বাকী আসামীদের মধ্যে ২জ‌ন আবুল আলী ও গোলাম মোস্তফাকে ২‌দিন ক‌রে রিমান্ড মঞ্জুর ক‌রে‌ছেন আদালত।মে‌ট্রোপ‌লিটন ম‌্যা‌জি‌স্ট্রেট আ‌তিকুস সামাদ এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার রাতে আবদুর রহিম নামে একজনকে আটক করে পুলিশ। পরে তাকে এ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এই নিয়ে এ মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হলো।

উল্লেখ্য, নগরীর মোহাম্মদ নগর পল্লবী সড়কের বাসিন্দা আবুল আলীর স্ত্রী শিউলী বেগমকে ১৪ জুন সিজারের জন্য ডা. রকিব খানের মালিকানাধীন রাইসা ক্লিনিকে ভর্তি করা হয়। ওই দিন বিকেল ৫টায় অপারেশন হয়। বাচ্চা ও মা প্রথমে সুস্থ ছিলেন। পরে রোগীর রক্তক্ষরণ হলে ১৫ জুন সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানের চিকিৎসকরাও রোগীর রক্তক্ষরণ বন্ধ করতে না পেরে ঢাকায় স্থানান্তর করেন। ঢাকায় নেওয়ার পথে ১৫ জুন রাতে শিউলী বেগম মারা যান। এ ঘটনায় মৃত রোগীর স্বজনরা ১৫ জুন রাত পৌঁনে ৯টার দিকে রাইসা ক্লিনিকে গিয়ে ডা. রকিবকে লাথি ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে। এতে তার মাথার পেছনে জখম হয়। তাকে প্রথমে গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে শহীদ শেখ আবু নাসের হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে ১৬ জুন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন