হোম অন্যান্যসারাদেশ খুলনায় করোনার উপসর্গ নিয়ে নারীসহ দু’জনের মৃত্যু

খুলনায় করোনার উপসর্গ নিয়ে নারীসহ দু’জনের মৃত্যু

কর্তৃক
০ মন্তব্য 144 ভিউজ

খুলনা অফিস :
খুলনায় করোনার উপসর্গ নিয়ে এক নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন জরিনা বেগম (৬০) ও মোহাম্মদ আলী (৬০)।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে জরিনা বেগম নামে এক নারী বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় তিনি মারা যান। মৃত জরিনা বেগম নগরীর খালিশপুর থানার কাশিপুরের মৃত আব্দুল গনি সরদারের স্ত্রী।

অপরদিকে মোহাম্মদ আলী নামে অপর একজন বৃহস্পতিবার দিবাগত রাত পৌঁনে ২টায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে খুমেক হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকাল পৌঁনে ১১টায় তার মৃত্যু হয়। মৃত মোহাম্মদ আলী রূপসা উপজেলার টিএস বাহিরদিয়া ইউনিয়নের খাঁজাডাঙ্গা গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে। করোনাভাইরাস পরীক্ষা করার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে ডা. মিজানুর রহমান জানান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন