নিজস্ব প্রতিনিধি:
পাটকেলঘাটায় ইকবাল হোসেন (৩২)নামে পল্লী বিদ্যুতের জুনি: ইজ্ঞিনিয়ার করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। আক্রান্ত ঐ ব্যাক্তি থানার ধানদিয়া ইউনিয়নের মানিকহার গ্রামের আব্দুল মজিদের ছেলে। পুলিশ জানায়,ইকবাল হোসেন বাগেরহাট জেলায় রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ-কেন্দ্রের পাওয়ার প্লান্ট ইজ্ঞিনিয়ার হিসাবে কর্মরত ছিল।
গত ২জুন চাকুরিকালীন সময়ে অসুস্থ হয়ে পড়লে অফিস-কর্তৃপক্ষ তাকে কোভিট-১৯ পরীক্ষা করায়। ৫জুন তার রেজাল্ট পজিটিভ আসে । অতঃপর অফিস কর্তৃপক্ষ তাকে ১৭ দিন আইসোলেশানে রেখে আজ বাড়ির উদ্দ্যেশে পাঠায়। ইতিমধ্যে ইকবাল হোসেন বাড়িতে আসার পথে সকালে খুলনা মেডিকেলের পিসি আর ল্যাবে পুনরায় নমুনা দিয়ে আসে। আজ তার রেজাল্ট পুনরায় পজিটিভ আসে।
বিকালে এ বিষয়টি তালা উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ডাঃ রাজিব সরদার নিশ্চিত করেন।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ(তদন্ত) জেল্লাল হোসেন বলেন,আক্রান্ত ঐ ব্যাক্তির বাড়ি সহ আশেপাশের ১০ বাড়ি লকডাউন করা হয়েছে। পরিশেষে তিনি সকলকে সচেতন থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
