হোম অন্যান্যসারাদেশ দৈনিক পত্রদূত’র প্রতিষ্ঠাতা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স.ম আলাউদ্দীনের শাহাদাত বার্ষিকী পালিত

দৈনিক পত্রদূত’র প্রতিষ্ঠাতা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স.ম আলাউদ্দীনের শাহাদাত বার্ষিকী পালিত

কর্তৃক
০ মন্তব্য 112 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

বিনম্রর শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসায় পালন করা হয়েছে সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য ও সাতক্ষীরার দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স ম আলাউদ্দীনের ২৪ তম শাহাদাত বার্ষিকী। শুক্রবার সকাল ৯টায় শহীদ স ম আলাউদ্দীনের স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান, সাতক্ষীরা প্রেসক্লাব, দৈনিক পত্রদূত পরিবার, তালা উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া কবর জিয়ারতের মাধ্যমে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

আলোচনা সভায় স ম আলাউদ্দীন হত্যার বিচার ত্বরান্বিত করে খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা। একই সাথে স ম আলাউদ্দীদের খুনীদের সামাজিকভাবে বয়কট করার আহবান জানান বক্তারা। কবর জিয়ারতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা লীগ নেতা আনছার আলী।

এরআগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, অধ্যক্ষ আনিসুর রহিম, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারি, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, স.ম আলাউদ্দিনকে ১৯৯৬ সালের ১৯ জুন রাতে সাতক্ষীরার কালোবাজারী গডফাদার চক্র খুন করেছিল। ২৪ বছর অতিবাহিত হলেও চাঞ্চল্যকর এ হত্যার বিচার আজও সম্পন্ন হয়নি। বক্তারা বলেন, স ম আলাউদ্দিন হত্যার বিচার এ মাটিতে হতেই হবে। খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা।

তিনি ছিলেন, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আধুনিক সাতক্ষীরার স্বপ্নদ্রষ্টা, ভোমরা স্থল বন্দরের প্রতিষ্ঠাতা, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা, সাতক্ষীরা ট্রাক টার্মিনালের প্রতিষ্ঠাতা, বঙ্গবন্ধু পেশা ভিত্তিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ গণমানুষের নেতা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন