হোম অন্যান্যসারাদেশ খুলনার বটিয়াঘাটা হতে ১নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬,

খুলনার বটিয়াঘাটা হতে ১নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬,

কর্তৃক
০ মন্তব্য 125 ভিউজ

খুলনা অফিস :
খুলনার বটিয়াঘাটা হতে ১নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রাজবাধ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
র্যাব জানায়, খুলনার র্যাবের একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, বটিয়াঘাটা থানাধীন রাজবাধ গ্রামস্থ্য হাসিনা বেগম(৬০) এর বাড়ির সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে র্যাব। এসময় রাঙ্গেমারী আফতাবনগরের হামিদ সিকদারের ছেলে কালু সিকদার(৩৮) ও মহানগরীর বসুপাড়া সালাউদ্দিন গলির সেকেন্দার মুন্সির স্ত্রী পারভীন বেগম(৩৩)কে ০১ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।
আটক আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন এলাকায় বিভিন্ন স্থানে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে খুলনার বটিয়াঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন