আন্তর্জাতিক ডেস্ক :
ইউরোপের দেশ চেক রিপাবলিকের বর্নো শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদন মতে, বৃহস্পতিবার (০৪ মে) চেক রিপাবলিকের রাজধানী প্রাগ থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর বর্নোতে এই অগ্নিকাণ্ড ঘটে। মূলত বহুতল ভবন নির্মাণে কাজ করা শ্রমিকদের জন্য তৈরি অস্থায়ী ঘরে আগুন লাগে।
পুলিশ বলছে, যারা মারা গেছে তারা সম্ভবত ঘরবিহীন মানুষ। তারা শহরের একটি নির্মাণাধীন আবাসিক এলাকায় তৈরি অস্থায়ী ঘর দখল করে অবস্থান করছিল।
স্থানীয় একটি টিভি চ্যানেল জানিয়েছে, বৃহস্পতিবার রাতে অন্তত ১২টি অস্থায়ী ঘরে আগুন লাগে। কয়েক ঘণ্টার চেষ্টার পর ভোরের দিকে তা নেভাতে সক্ষম হয় অগ্নিনির্বাপক দল।
কিন্তু তার আগে সেখানে আশ্রয় নেয়া ঘরবিহীন ৮ জনের মৃত্যু হয়। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ ও অগ্নিনির্বাপক কর্মকর্তারা।
এমন ভয়াবহ অগ্নিকাণ্ড এবং এতে একসঙ্গে ৮ জনের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বর্নো শহরের মেয়র মারকেটা ভাঙ্কোভা। তিনি এই ঘটনাকে ‘বিরাট মানবিক ট্রাজেডি’ বলে অভিহিত করেছেন।