হোম খেলাধুলা দেশে ফিরেছে সিঙ্গাপুরজয়ী কিশোরী ফুটবলাররা

খেলার সংলাপ:

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করে দেশে ফিরেছেন কিশোরী ফুটবলাররা। আজ সোমবার (১ মে) সকালে ইউএস বাংলার ফ্লাইটে ঢাকায় পৌঁছান তারা। এসময় ফুটবলারদের ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। মিষ্টিমুখ করান সবাইকে।

তবে, ছুটির দিন থাকায় বাফুফের অন্য কর্মকর্তারা এদিন আসেননি বিমানবন্দরে। এমন সাফল্যে ফুটবলারদের বোনাস দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত বাফুফের কার্যনির্বাহী সভায় হতে পারে বলে গণমাধ্যামকে জানিয়েছেন ইমরান।

এর আগে গতকাল রোববার (৩০ এপ্রিল) রাতে স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা। এমন একটা সাফল্যের পর সিঙ্গাপুরে থাকা প্রবাসীদের অভিনন্দন নিয়েই হোটেলে ফেরে বাংলাদেশ দল।

বাছাইপর্বে বাংলাদেশ খেলেছে ‘ডি’ গ্রুপে। তুর্কমিনিস্তান ও সিঙ্গাপুরের জালে বাংলাদেশ দুই ম্যাচে গোল দিয়েছে মোট ৯টি। বাছাইয়ের দ্বিতীয় পর্ব হবে সেপ্টেম্বরে। আট দলের লড়াইয়ে চারের মধ্যে থাকতে পারলে ২০২৪ সালের মূল পর্বে খেলার সুযোগ পাবে গোলাম রব্বানী ছোটনের দল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন